শষ্য সবুজ শ্যামলে ভরা ,খেলাধুলা আর শিক্ষায় ঐতিহ্যবাহী ফরিদপুর সদর উপজেলার প্রাণকেন্দ্র ও অন্যতম অঞ্চল ২নংচরমাধবদিয়া ইউনিয়ন ।আজ সময়ে পরিক্রমায় ২নংচরমাধবদিয়া ইউনিয়নে শিক্ষা সংস্কৃতি,ধর্মীয় অনুষ্ঠান খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে সুদক্ষ নেতৃত্বে উন্নয়নের শিখরে ।যোগাযোগ ব্যবস্থায় আধুনিক ও গতিশীল ডিজিটাল ইউনিয়ন ২নংচরমাধবদিয়া ইউনিয়ন ।
ক) নাম– ২নং চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২৬.০৮ বঃ কিঃ
গ) জনসংখ্যা – ২৮,৪৭৬ জন প্রায় (পুরুষ ১৪৩৬১ এবং নারী ১৪১১৫) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঙ) মৌজার সংখ্যা – ৪টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ফরিদপুর নিউমার্কেট হতে অটো রিক্সা।
জ) শিক্ষার হার – ৬৩%। (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,
উচ্চ বিদ্যালয়ঃ০২ টি,
মাদ্রাসা- ০৩টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব মির্জা সাইফুল ইসলাম আজম
ঞ) গুরুত্বর্পূণ স্থান- ১টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ১টি।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০/০২/২০০৮ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ : ১) শপথ গ্রহণের তারিখ –২১ /০৪/২০১৮ইং
২) প্রথম সভার তারিখ – ২৩/০৪/২০১৮ ইং
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস